হোম information #সিডনির রয়্যাল বোটানিক গার্ডেন 
#সিডনির রয়্যাল বোটানিক গার্ডেন
 
 কোথাও   বেড়াতে   গেলে   আমি   পার্ক   বা   গার্ডেন   দেখতে   পছন্দ   করি।অস্ট্রেলিয়া   যেহেতু   আমার   জন্য   নতুন   মহাদেশ   ছিলো ,  তাই আমার   জন্য   সিডনির   রয়্যাল   বোটানিক   গার্ডেনের   বৈচিত্র্যময়   গাছ , ফুল   ল্যান্ডস্কেপ   সবই   আকর্ষণীয়   ছিলো।সিডনির   রয়্যাল বোটানিক   গার্ডেন ,  অস্ট্রেলিয়ার   প্রাচীনতম   বৈজ্ঞানিক   প্রতিষ্ঠান   এবং   বিশ্বের   অন্যতম   গুরুত্বপূর্ণ   ঐতিহাসিক   বোটানিক্যাল প্রতিষ্ঠান।এই   গার্ডেনটা   সাজানো   হয়েছে   বিরলতা ,  বৈচিত্র্য ,  আকার   এবং   বৈজ্ঞানিক   মূল্যের   উপর   গুরুত্ব   দিয়ে।এছাড়াও   গার্ডেনের মধ্যে   মূর্তি ,  ফোয়ারা ,  স্মৃতিস্তম্ভ   এবং   ভিক্টোরিয়ান   সাংস্কৃতিক   উপস্থিতি   বাগানের   কাঠামোকে   একটি   সুন্দর   এবং   বৈচিত্র্যময়   চেহারা দিয়েছে।   তাই   গার্ডেনটা   ঐতিহাসিক ,  বৈজ্ঞানিক ,  নান্দনিক   এবং   সামাজিক   দৃষ্টিকোণ   থেকে   বিরল।   
 
 
 
  
 
 
 
 
0 মন্তব্যসমূহ